আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নই: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি মনে করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি কার্যকর হতে পারে। তবে নিম্নকক্ষে তা এখনো বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ‘আমরা মনে করি, উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর ব্যবস্থা প্রবর্তন করা হবে কি না। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির অবস্থান স্পষ্ট আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নই।’