রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সারজিস আলম

সারজিস আলম

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীতে বিভাগের চারটি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সঙ্গে সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, `আমরা নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব।`

আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নই: সারজিস আলম

আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি মনে করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি কার্যকর হতে পারে। তবে নিম্নকক্ষে তা এখনো বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ‘আমরা মনে করি, উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর ব্যবস্থা প্রবর্তন করা হবে কি না। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির অবস্থান স্পষ্ট আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নই।’