রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:২৪, ৪ নভেম্বর ২০২৫

যেসব আলোচিত নেতা নেই বিএনপির প্রার্থী তালিকায় 

যেসব আলোচিত নেতা নেই বিএনপির প্রার্থী তালিকায় 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে প্রাথমিকভাবে প্রকাশিত এই তালিকায় দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম নেই। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালিকায় অনুপস্থিত হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইসহ আরও অনেকে।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর এবার প্রার্থী হিসেবে নাম এসেছে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম পিন্টু, আলী আসগর লবি, ওসমান ফারুক, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ আরও কয়েকজনের।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ