বিএনপি ৫০-১০০ আসনের বেশি যাবে না, এনসিপি ১৫০ আসন জিতবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না বলেও দাবি করেন এনসিপির এই নেতা।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল এসময় সিইসির সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমরা সারাদেশে যে সার্ভে করেছি, তাতে দেখা গেছে ১৫০টি আসনে এনসিপির জয়ের সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা প্রতিটি জেলার সমন্বয়কারীদের ঢাকায় ডেকে মাঠ পর্যায়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছি।'
তিনি আরও বলেন, 'আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। আমাদের লক্ষ্য সব আসনে জয়ী হওয়া। তবে বাস্তবতা বিবেচনায় ১৫০টি আসনে জয়ের সম্ভাবনা দেখছি। তবুও আমরা ৩০০ আসনেই লড়ব।'
বিএনপি প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, 'বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না। বাস্তব চিত্র এখন সবারই জানা। প্রতিটি প্রজেকশনেই দেখা যাচ্ছে এনসিপি অন্তত ১৫০ আসনে এগিয়ে আছে।'
বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, 'আমরা দুটি দলের নেতা-কর্মীদের আহ্বান জানাব, ভণ্ডামি বাদ দিন, জাতির স্বার্থে নির্বাচনে অংশ নিন। জনগণকে মুক্তি দিন এই অচলাবস্থা থেকে।'
তিনি আরও বলেন, 'আমরা চাই, বিএনপি ও জামায়াত দ্রুত জুলাই সনদে সই করুক এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন অংশগ্রহণ করুক। এতে জনগণও ভোগান্তি থেকে মুক্তি পাবে।'
গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'দলের নাম ও প্রতীক এনসিপিই থাকবে। অন্যান্য দলের নাম ও প্রতীক বিলুপ্ত হয়ে এনসিপির অধীনে আসবে। আমরা একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে যাচ্ছি।'
নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য জোর দিচ্ছে, কিন্তু আমাদের জুলাই সনদের আইনি দিক এখনো নিষ্পত্তি হয়নি।'



























