বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

এনসিপির একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না-দেওয়া: মির্জা ফখরুল

এনসিপির একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না-দেওয়া: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

এনসিপি-র এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না-দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এনসিপি কখনও আসন চায়নি। তবে জামায়াত চেয়েছে। 

সম্প্রতি রাজধানীর গুলশনে দলীয় কার্যালয়ে ভারতীয় গণমাধ্যম এই-সময়ের সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইতিহাস ও ভূগোল, দু’দিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশের চলে না। নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন আগের থেকে পৃথক হবে। আওয়ামি লিগের দেওয়া চশমায় নয়াদিল্লি বিএনপি ও জামায়াতে ইসলামিকে এক বন্ধনীতে দেখে ভুল করেছে বলেও তিনি মনে করেন। আশ্বাস দেন, বিএনপি আর কখনও জামায়াতকে মাথায় উঠতে দেবে না।

তিনি আরও বলেন, জামায়াত ভোটে আসবে। পিআর–টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। আর এনসিপি-কে আমরা কোনও শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।

জাতীয় পার্টির অফিস ভাঙচুর বিষয়ে বিএনপি মহাসচিব বলেন,  সে দিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সে বার্তা সংক্ষিপ্ত, এক লাইনের। এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন। ইউনূস সে দিন আমাদের জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয়, যাতে ভোটটাই করা গেল না।

সর্বশেষ