চোর-ডাকাত ঘুরছে, সরকার ব্যস্ত পকেটমার ধরতে: আবদুস সালাম

একসময় যাদের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ এসেছিল, আজ একই শক্তি আবার স্বৈরাচার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুস সালাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ খাতের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'সংস্কারের নানা দাবি তোলা হলেও অন্তর্বর্তী সরকার চুরি ও লুটপাট রোধে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। চোর-ডাকাতরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, অথচ সরকার দৌড়াচ্ছে শুধু পকেটমারের পেছনে।'
বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো একটি প্রকৃত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা বলে উল্লেখ করেন আবদুস সালাম।