নিবন্ধন পেল এনসিপি, চুড়ান্ত হয়নি প্রতীক

প্রাথমিক শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ।
মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, '১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। এর মধ্যে দুটো দল-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ তারা নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে।'
তিনি আরও বলেন, 'দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া, ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।'
নিবন্ধন নিশ্চিত হওয়ায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। যদিও এনসিপির দলিয় প্রতীক এখনো নির্ধারণ করা হয়নি।