শিল্প মালিক প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের শীর্ষ শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ, পরিবেশ ও শ্রম আইন ২০২৫ নিয়ে মতবিনিময় হয়। শিল্প মালিকরা সব রাজনৈতিক দলের কাছে স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা কামনা করেন । জবাবে জামায়াত আমির শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দলে ছিলেন স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও ডা. খালিদুজ্জামান।



























