ইসির স্বাধীনতা নিশ্চিতে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার দাবি বিএনপির

নির্বাচন কমিশনের (ইসি) কার্যকর স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকলেই যথেষ্ট নয়, তা নিশ্চিত করতে উপযুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন—বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, কমিশন গঠনে পাঁচ সদস্যের একটি সিলেকশন কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এই কমিটিতে থাকবেন:
স্পিকার (সভাপতি), ডেপুটি স্পিকার (বিরোধী দল), প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি।
এই কমিটির অধীনে সার্চ কমিটি প্রার্থী খুঁজবে, যেখানে সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি নাম প্রস্তাব করতে পারবে।
সালাহউদ্দিন বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন কমিশন চাই, যারা সত্যিকার অর্থে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এখন জাতি ঐক্যবদ্ধভাবে সে সিদ্ধান্তে পৌঁছেছে।’
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই প্রস্তাবকে তিনি একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।