‘ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিন’

ভোটাধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মানুষ যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে, সেই হবে প্রধানমন্ত্রী, সেই হবে সংসদ সদস্য।
শুক্রবার বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হওয়া মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।
রুমিন বলেন, ‘ভালোই ভালোই বলবো— মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে সকলের ভালোবাসায় বিএনপি জয়ী হবে।’
সরকারের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘অনেক টালবাহানা করেছেন, আর করবেন না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কারও প্রলোভনে পা দেইনি। পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করিনি।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে যারা আঁতাতের রাজনীতি করেছেন, ছাত্রলীগ-যুবলীগে ঢুকে নিজেদের রক্ষা করেছেন, তারা যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি না করেন। বিএনপি হলো জনগণের দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল, এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বের দল।’
রুমিন হুঁশিয়ার করে বলেন, ‘এই দলকে আটকে রাখা যাবে না, সেটাই প্রমাণ হয়েছে। শেখ হাসিনাও পারেননি। শত-শত গুম, হাজার-হাজার হত্যা আর লাখ-লাখ মামলা দিয়েও আমাদের দমন করা যায়নি।’