রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ১৪ জুলাই ২০২৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত ৩৩০

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত ৩৩০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত দুইজনই পুরুষ। আক্রান্তদের মধ্যে ২৫৯ জন ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৭ জন নারী।

এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৯৪৭ জন এবং নারী ৬ হাজার ২৬৩ জন।