গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, গুমের ঘটনায় জড়িতদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, 'আজকের বৈঠকে উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫ এর অনুমোদন দিয়েছে। এতে গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।'
তিনি আরও জানান, নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের ঘটনার তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, 'এই অধ্যাদেশ কার্যকর হলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না।'
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, একই বৈঠকে জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সদ্য সংবাদ/এমটি



























