শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ১০ জুলাই ২০২৫

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক

ফেনী ও নোয়াখালীতে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং পরবর্তী করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুসাপুর রেগুলেটর এবং বামনি ক্লোজারের নকশা চূড়ান্ত করা হয়েছে। ফেনী জেলায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইসঙ্গে, নোয়াখালীর খাল এবং ড্রেনেজ ব্যবস্থাকে কার্যকর করতে সেগুলো অবমুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

উপদেষ্টারা আরও জানান, দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ, তীর প্রতিরক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো সংস্কারের কাজ চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দীর্ঘমেয়াদে কার্যকর সমাধানের জন্য অবকাঠামোগত উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভার উপসংহারে উপদেষ্টা পরিষদ বন্যাপরিস্থিতি সামাল দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।