শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ৯ জুলাই ২০২৫

আপডেট: ২২:২৭, ৯ জুলাই ২০২৫

সুন্দরবন রক্ষায় সমন্বিত অভিযান চালানোর নির্দেশ পরিবেশ উপদেষ্টার

সুন্দরবন রক্ষায় সমন্বিত অভিযান চালানোর নির্দেশ পরিবেশ উপদেষ্টার

সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে বন বিভাগ, র‍্যাব, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সুন্দরবন ব্যবস্থাপনা নিয়ে একটি অনলাইন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একক বা বিচ্ছিন্ন উদ্যোগে সুন্দরবন রক্ষা সম্ভব নয়। সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।’

সভায় তিনি বনদস্যুতা, হরিণ শিকার, বিষ দিয়ে মাছ ধরা, প্লাস্টিক দূষণ, অবৈধ যান চলাচলসহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং এসবের সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন।

উপদেষ্টা আরও বলেন, ‘সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। এর সুরক্ষা মানেই উপকূলীয় মানুষের নিরাপত্তা ও দেশের পরিবেশ রক্ষা।’

বর্তমানে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম ও পেট্রোল ইউনিট কাজ করছে জানিয়ে তিনি সুন্দরবন ইকো-ট্যুরিজম গাইডলাইন ও ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী এবং খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: ইমরান আহমেদ।

সভায় র‍্যাব, নৌবাহিনী, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।