রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৩, ৯ জুলাই ২০২৫

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৪০৬ জন

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ৪০৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৮ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণে ৫৩ জন এবং উত্তর সিটিতে ৩৬ জন। এ ছাড়া খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং সিলেটে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫২ জন মারা গেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে, রাজশাহীতে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ১ জন করে মারা গেছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫ জনে পৌঁছেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।