রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৩৪, ১৩ অক্টোবর ২০২৫

নির্বাচনে পুলিশ কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নির্বাচনে পুলিশ কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশের দায়িত্ব এমনভাবে পালন করতে হবে যাতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনগুলো যেন গোপনে কোনো তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম আরও জোরদার করতে হবে।’

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। থানা ভবনগুলো আধুনিকায়নের মাধ্যমে সেবা প্রত্যাশীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করা হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো অগ্রাধিকারে তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।’ তিনি আরও নির্দেশ দেন, সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক, সকল যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ