রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ডিএমপি

ডিএমপি

ঢাকায় ১১ দিনে ১৭ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল: ডিএমপি কমিশনার

ঢাকায় ১১ দিনে ১৭ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, গত ১১ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। কমিশনার জানান, ১ থেকে ১১ নভেম্বরের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে মোট ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এর পাশাপাশি গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুনও দেওয়া হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ১৭টি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, অক্টোবর থেকে শুরু করে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অস্তিত্ব জানান দিতে আয়োজিত ঝটিকা মিছিলে মোট ১৪টি অভিযান করা হয়েছে।