মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইনের ফিশ প্লেট মেরামতের কারণে ওই সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন।
তালেবুর রহমান জানান, রেললাইনের ফিশ প্লেট মেরামতের কারণে মগবাজার রেলক্রসিংয়ে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছে এবং এতে এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। তিনি নগরবাসীকে সাময়িকভাবে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন।
মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সদ্য সংবাদ/এমটি



























