কোনো শক্তিই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । এদিকে ইতিমধ্যেই নতুন দল নিবন্ধন ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে ইসি। তবে এবার ঘোষণা এলো, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চাওয়া শাপলা প্রতীক পাচ্ছে না।
ইসি সচিবের এই ঘোষণার পর থেকেই এনসিপি নেতারা কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের বক্তব্য, শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় সম্ভব না হলে তারা রাজনৈতিক লড়াইয়ের পথে হাঁটবেন।
গত মঙ্গলবার বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হলে আগামী নির্বাচন কীভাবে হয়, তা দেখা যাবে। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে একই দিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে অন্তর্বর্তী সরকারের প্রেস ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলমকে সারজিসের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। এটি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং পৃথিবীর কোনো শক্তিই এটাকে বানচাল করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘কোন নেতা কী মন্তব্য করছেন তা সরকারের বিবেচ্য নয়। সরকারের একমাত্র অবস্থান-নির্বাচন নির্ধারিত সময়েই হবে, কোনো ষড়যন্ত্রেই তা ঠেকানো যাবে না।’