বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৫

ট্যাক্স দিয়ে সেবা না পেলে, ‘গোসা’ তো করবেই: অর্থ উপদেষ্টা

ট্যাক্স দিয়ে সেবা না পেলে, ‘গোসা’ তো করবেই: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা বলেন, বাইরের দেশে বেশি ট্যাক্স দিয়ে সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোসা করবেই। 

আজ সোমবার  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক কম। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭ দশমিক ২ শতাংশ, যেখানে ব্রাজিলে এটি ২৬ শতাংশ। ওরা ট্যাক্স দেয়, সেবা পায়। আমাদের দেশে ট্যাক্স দেয়, কিন্তু কাঙ্ক্ষিত সেবা পায় না। তো লোকজন তো একটু গোস্‌সা করবেই। সে জন্য আমি প্রায়ই এনবিআর সদস্যদের বলি ভাই একটু সেবা দেন। সেবা ভালো দিলে আমরা ট্যাক্স ফিটাও বেশি দিতে পারি। সেবা দেবেন না, দশবার ঘোরাবেন, আপনি ফিও বেশি চাইবেন এটা তো সম্ভব না।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং সুকুক বন্ড সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুঁজিবাজারের কার্যকর ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

সর্বশেষ