স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত চারটি সংশোধনী বিল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। এর ফলে আর কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। নির্বাচনে সব প্রার্থী স্বতন্ত্র হিসেবে অংশ নেবেন।
দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট দুটি সংস্কার কমিশন। তাদের মতে, এ বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি, যাঁরা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারাও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বর্তমানে দেশে স্থানীয় সরকারব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত। ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি, উপজেলা পরিষদ ৪৯৫টি, জেলা পরিষদ ৬৪টি (তিনটি পার্বত্য জেলা), পৌরসভা ৩৩০টি এবং সিটি করপোরেশন রয়েছে ১২টি।
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করা হয়েছিল।