রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ২৩ জুলাই ২০২৫

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া সিঙ্গাপুরের এক সিনিয়র কনসালট্যান্টের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ড আরও ১৩ জনের অবস্থাকে গুরুতর হিসেবে চিহ্নিত করেছে।

অধ্যাপক নাসির উদ্দিন জানান, বার্ন ইনস্টিটিউটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সিঙ্গাপুরের চিকিৎসকরা রোগীদের বর্তমান অবস্থা মূল্যায়ন করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন।

বিদেশে কাউকে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পরিচালক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।