যমুনার বৈঠকে প্রধান উপদেষ্টার ‘পাশে থাকার আশ্বাস চার দলের’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে অংশ নেয় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি। বৈঠকে মাইলস্টোন দুর্ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে রাজনৈতিক ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা চারটি দলই পরিষ্কারভাবে বলেছি—বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপি—সবাই আমরা এই সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ থাকব ‘
তিনি জানান, বৈঠকে মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ‘পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির দোসররা পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, গুজব ছড়াচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার মূল আহ্বান ছিল যাতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অটুট থাকে। বিভেদ সৃষ্টির সুযোগ যেন কেউ না পায়।’
আলোচনায় অংশ নেওয়া নেতারা জানান, রাজনৈতিক ভিন্নমত ও সমালোচনা থাকলেও আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় যেন মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সবাই একমত। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেয়ার অঙ্গীকারও উঠে এসেছে বৈঠকে।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতের পক্ষ থেকে ছিলেন নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এনসিপির হয়ে যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন গাজী আতাউর রহমান ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বৈঠক শেষে বিএনপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।