হতাহতদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রেস উইং

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের নাম ও পরিচয় যাচাই করে তালিকা প্রণয়ন করা হচ্ছে। যেসব মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—এমন অভিযোগ ভিত্তিহীন ও অপপ্রচার। এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
প্রেস উইং আরও জানায়, কেউ নিখোঁজ থাকলে দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে স্কুলে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথির মাধ্যমে নিখোঁজদের খোঁজ নেওয়া হচ্ছে।