বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১০ জুলাই ২০২৫

ইরানকে নতুন করে হুঁশিয়ারি জার্মানির

ইরানকে নতুন করে হুঁশিয়ারি জার্মানির

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি করেছে। সাম্প্রতিক সময়ে তারা অন্তত দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং ‘এটারনিটি সি’ নামের গ্রিকচালিত ও লাইবেরিয়া পতাকাবাহী পণ্যবাহী জাহাজে হামলায় কমপক্ষে চার নাবিক নিহত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী টাস্ক ফোর্স ‘এসপিডাস’ জানায়, ১০ জন নাবিককে উদ্ধার করা গেলেও ১১ জন এখনও নিখোঁজ এবং তাদের মধ্যে ছয়জন হয়তো হুতিদের হাতে আটক রয়েছে।

এই হামলার দায় ঘুরেফিরে ইরানের ওপরই আসে বলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল ইরানকে হুতিদের ওপর প্রভাব প্রয়োগ করে এসব সামুদ্রিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু পারমাণবিক অস্ত্র নয়, ইরানের আঞ্চলিক আচরণ নিয়েও একটি সমন্বিত বোঝাপড়ার প্রয়োজন রয়েছে।

তাছাড়া, হুতিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। হুতি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা আহত নাবিকদের উদ্ধার ও চিকিৎসা দিয়েছে, কিন্তু মার্কিন দূতাবাস এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, হুতিরা উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে।