পর্তুগালের সিটি নির্বাচনে দুই বাংলাদেশি
ইউরোপের দেশ পর্তুগালে আসন্ন সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন দুই বাংলাদেশি প্রার্থী। ১২ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে পোর্তো শহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আলম কাজল এবং রাজধানী লিসবন থেকে নির্বাচনী লড়াইয়ে আছেন মাসুদ মজুমদার।
বন্দর নগরী পোর্তোর বনফি জুনতা এলাকায় পর্তুগালের অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন শাহ আলম কাজল। এর আগেও তিনি একই এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে নতুন কাউন্সিলর নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
কাউন্সিলর প্রার্থী শাহ আলম কাজল বলেন, 'ডানপন্থি রাজনীতির উত্থান এবার নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ হলেও সোশ্যালিস্ট পার্টি মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে। কারণ, তারা নাগরিক সমস্যার বাস্তব সমাধান করতে জানে এবং অতীতেও সেটি করে দেখিয়েছে।'
অন্যদিকে, মাসুদ মজুমদার প্রথমবারের মতো লিসবনের সাও ভিনসেন্ট জুনতা ফ্রেগজিয়া এলাকা থেকে স্বতন্ত্র প্যানেলে প্রার্থী হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ লিসবনে বসবাস করছেন। মাসুদ মজুমদার জানান, এই শহরকে তিনি ভালোবাসেন এবং এখানকার মানুষ ও সমস্যার সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় রয়েছে। নির্বাচিত হলে স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ বেড়েছে। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ মনে করেন, প্রবাসীদের নিজ নিজ কমিউনিটির সমস্যা বোঝার সক্ষমতা বেশি, তাই স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশে প্রবাসীরা রাজনীতিতে সক্রিয় হলে, পর্তুগালেও তা হওয়া উচিত।
পর্তুগালে স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে শুধু প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অবস্থানই সুদৃঢ় হচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে।



























