সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই
২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি এ ঘোষণা দেয়।
নোবেল কমিটি জানিয়েছে, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে ক্রাসনাহোরকাইকে।
লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক সাহিত্য ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত ফ্রান্ৎস কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য বিশেষভাবে চোখে পড়ে।
তবে তিনি কেবল পশ্চিমা সাহিত্যধারার লেখক নন; পূর্বের দর্শন ও চিন্তাধারাও তার লেখায় গভীর প্রভাব ফেলেছে। সেই প্রভাবেই তার রচনাশৈলীতে এক ধরনের ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর প্রতিফলিত হয়, যা তার সাহিত্যকে করেছে অনন্য ও বৈশ্বিক পাঠকের কাছে গভীরভাবে প্রভাবশালী।
উল্লেখ্য, ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।



























