বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ২৫২ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

গাজায় ২৫২ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা ও গণহত্যার মধ্যে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে ২৫২-এ পৌঁছেছে। সর্বশেষ ফিলিস্তিন তথ্য কেন্দ্রের প্রতিবেদক মোহাম্মদ আদ-দায়ায়ে শাহাদাতবরণ করার পর এই সংখ্যা প্রকাশ করা হয়।

পার্সটুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল পরিকল্পিতভাবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের টার্গেট করছে, যাতে ফিলিস্তিনিদের ওপর চালানো অপরাধ বিশ্ববাসীর চোখে ধরা না পড়ে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই কৌশল আরও জোরদার করা হয়েছে।

ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি বাহিনীর হাতে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ইউনিয়নসহ বিশ্বব্যাপী গণমাধ্যম সংগঠনগুলোকে এই অপরাধের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছে। তাঁদের বিশ্বাস, এই হত্যাযজ্ঞ ভুলে যাওয়া হবে না এবং সত্য গোপনের প্রচেষ্টায় ইসরায়েল ব্যর্থ হবে।

তারা অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ পশ্চিমা মিত্রদের প্রত্যক্ষ সহায়তায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সাংবাদিকদের কণ্ঠ রোধ করা আসলে ন্যায়বিচারের কণ্ঠস্বর বন্ধ করারই বহিঃপ্রকাশ।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর (OHCHR) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে নিহত ২৫২ সাংবাদিকের মধ্যে অন্তত ২৮ জন নারী। পাশাপাশি ইসরায়েলি বাহিনী ৪৮ জন সাংবাদিককে আটক করেছে, যাদের অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া অন্তত ১৪৩টি গণমাধ্যম প্রতিষ্ঠান ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানেস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি গাজায় সংঘটিত ইসরায়েলের অপরাধ তদন্তে নামে, তবে বিপুল প্রমাণ যাচাই করতে অন্তত পাঁচ দশক সময় লাগতে পারে।

এদিকে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, ইসরায়েলি সেনাদের অবরোধের কারণে তাদের ক্লিনিকগুলোতে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে গাজার হাজারো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
 

সর্বশেষ