বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২১ আগস্ট ২০২৫

বিদেশি পর্যটকদের অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট ফ্রি দেবে থাইল্যান্ড

বিদেশি পর্যটকদের অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট ফ্রি দেবে থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড বিদেশি পর্যটকদের জন্য দেশীয় ফ্লাইট টিকিট বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করেছে। নতুন এই উদ্যোগের আওতায় ২ লাখ আন্তর্জাতিক পর্যটককে অভ্যন্তরীণ গন্তব্যে ভ্রমণের সুযোগ দিতে চায় দেশটি।

পর্যটন মন্ত্রণালয়ের বরাতে থাই সংবাদমাধ্যম দ্য নেশন থাইল্যান্ড জানায়, এর লক্ষ্য—পর্যটকদের শুধু ব্যাংকক বা ফুকেট নয়, বরং ইউনেস্কো স্বীকৃত শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণে উৎসাহিত করা।

পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট ৭০০ মিলিয়ন বাথ। এর মাধ্যমে জনপ্রতি সর্বোচ্চ দুটি ফ্লাইট টিকিট (একমুখী বা রিটার্ন) এবং ২০ কেজি লাগেজ ফ্রি দেওয়া হবে। অংশীদার থাকবে থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইন্স।

প্রস্তাবটি আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠবে। অনুমোদন মিললে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে, আর পর্যটকরা সেপ্টেম্বর-নভেম্বরের মধ্যে ভ্রমণ করতে পারবেন।

এই পরিকল্পনায় প্রত্যাশিত প্রত্যক্ষ আয় হবে ৮.৮১ বিলিয়ন বাথ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে প্রায় ২১.৮ বিলিয়ন বাথ। এটি থাইল্যান্ড সরকারের ‘অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার ২০২৫’–এর অংশ।

জাপানের অনুকরণে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে থাইল্যান্ড আশা করছে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ আরও বাড়বে, এবং প্রদেশভিত্তিক পর্যটনে নতুন গতি আসবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ