নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবিতে নিঁখোজ কমপক্ষে ৪০

নাইজেরিয়ার সোকোতো রাজ্যে ৫০ জনের বেশি যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
রোববার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা খবর রয়টার্স।
স্থানীয়রা জানান, বর্ষা সময়ে ভারী বৃষ্টিপাত ও স্রোতের কারণে এ ধরনের নৌকা দুর্ঘটনা ঘটে থাকে প্রায়ই। এছাড়া ক্ষীণ নিরাপত্তা ব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী বহন করাও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের আগস্টে একই এলাকায় নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১৬ জন কৃষক প্রাণ হারান। এছাড়া গত দুই দিন আগে মধ্য নাইজেরিয়াতে পৃথক দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হন।