শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৪:১৪, ২৭ জুলাই ২০২৫

গাজায় অভিযান আংশিক বিরতি দিচ্ছে ইসরায়েল

গাজায় অভিযান আংশিক বিরতি দিচ্ছে ইসরায়েল
ছবি: ইন্টারনেট

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই 'কৌশলগত বিরতি' কার্যকর থাকবে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

বিরতিটি আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজার নির্দিষ্ট কিছু অংশে কার্যকর হবে, যেখানে আইডিএফ বর্তমানে সক্রিয় নয়। পাশাপাশি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরাপদ পথ খোলা থাকবে, যাতে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা খাদ্য ও ওষুধ সরবরাহ করতে পারে।

আইডিএফ জানিয়েছে, এই পদক্ষেপ জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। তবে হামাসসহ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চলবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়েছে। গাজায় দুর্ভিক্ষের সতর্কতার মধ্যেই আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এই বিরতির ঘোষণা দেয়।

সম্পর্কিত বিষয়: