বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ২৫ জুলাই ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলা মেজরসহ নিহত ৫ 

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলা মেজরসহ নিহত ৫ 
ছবি: জিও টিভি

পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর ও এক সিপাহী নিহত হয়েছেন। অভিযানে নিহত হয়েছে আরও তিন সন্ত্রাসী। বৃহস্পতিবার (২৪ জুলাই) এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালায়। অভিযানের সময় তুমুল গোলাগুলিতে মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) ও সিপাহী নাজাম হুসেইন (২২) প্রাণ হারান। মেজর জিয়াদ সেলিম তার বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, তিন সন্ত্রাসীকে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। অভিযান চলাকালে ব্যাপক গুলিবিনিময় হয়। এখনও এলাকায় চিরুনি অভিযান চলছে, যাতে কোনো ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাকে খুঁজে নির্মূল করা যায়।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে, যার অধিকাংশই নিরাপত্তা বাহিনীর ওপর লক্ষ্য করে চালানো হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদের মূলোৎপাটনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাহসী সেনাদের আত্মত্যাগ তাদের এই সংকল্পকে আরও দৃঢ় করেছে।