ভিয়েতনামে বোট ডুবে ৩৭ জনের মৃত্যু

ভয়াবহ ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী একটি বোট ডুবে গেছে ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হা লং বে-তে। এতে অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার দুপুরে উত্তর ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই হ্যানয় থেকে আসা একাধিক পরিবারের সদস্য।
ভিয়েতনাম সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনী জানায়, ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌযানটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ সৃষ্টি হওয়া প্রবল ঝড়ের কারণে এটি উল্টে যায়। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজদের অনুসন্ধান ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু। রাতভর উদ্ধার অভিযান চলেছে নিখোঁজদের সন্ধানে।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, দুপুর ২টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে। পায়ের আঙুলের মতো আকারের শিলাবৃষ্টি হচ্ছিল, সঙ্গে প্রবল বজ্রঝড় ও বিদ্যুৎ চমকাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, বোটের ভিতরে বাতাসের ফাঁপায় আটকে থাকা ১০ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি জানায়, গভীর শ্বাস নিয়ে ডুব দিয়ে উপরে উঠে আসে এবং সাহায্যের জন্য চিৎকার করলে একটি নৌকা তাকে উদ্ধার করে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ভ্রমণে ছিল।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে এবং কোনো অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হা লং বে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক আকর্ষণ করে। ২০১৯ সালে এ স্থানটি প্রায় ৪০ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছিল।