রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ১৪ জুলাই ২০২৫

কন্নড় সিনেমায় শিল্পার নতুন যাত্রা 

কন্নড় সিনেমায় শিল্পার নতুন যাত্রা 

কন্নড় সিনেমা ‘কেডি - দ্য ডেভিল’-এ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবার ধ্রুব সার্জার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি কেরালার কোচিতে আয়োজিত এক টিজার ইভেন্টে তিনি মালায়লাম সিনেমায় নিজের অনুপস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। খবর: পিঙ্কভিলা।

শিল্পা জানান, ‘আমি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছি। মালায়লাম সিনেমারও বেশ কিছু প্রস্তাব পেয়েছি; কিন্তু কখনো হ্যাঁ বলতে পারিনি, কারণ আমি ভয় পেতাম।’

তিনি বলেন, ‘মালায়লাম সিনেমা যেভাবে আবেগ ও গল্পকে তুলে ধরে, তা আমাকে মুগ্ধ করে। এই ইন্ডাস্ট্রির প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। কিন্তু আমি কখনোই আত্মবিশ্বাস পাইনি যে, আমি এখানকার চরিত্রগুলোর প্রতি সুবিচার করতে পারব। তবে ভবিষ্যতে সুযোগ পেলে নিশ্চয়ই কাজ করতে চাই।’

মালায়লাম সিনেমার কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান এমন প্রশ্নে শিল্পা অকপটে বলেন, ‘মোহনলাল। তিনি অসাধারণ। আজও একই রকম দেখেন এবং নিঃসন্দেহে তিনি ভারতের অন্যতম সেরা অভিনেতা।’

শিল্পার প্রিয় মালায়লাম সিনেমার প্রসঙ্গে উঠে আসে ১৯৮৪ সালের ফাজিল পরিচালিত ক্লাসিক ‘নোক্কেথাডুরাথু কন্নুম নাট্টু’। তিনি বলেন, ‘এটি আমার সর্বকালের প্রিয় সিনেমাগুলোর একটি।’

এদিকে, ‘কেডি - দ্য ডেভিল’ একটি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি, যেখানে শিল্পা ও ধ্রুব সার্জার পাশাপাশি দেখা যাবে সঞ্জয় দত্ত, রীশ্মা নানাইয়া, ভি. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দসহ আরও অনেককে। ছবিটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।