আমার প্রেমিকের যথেষ্ট টাকা আছে: মারিয়া মিম

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মারিয়া মিম। ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী তিনি। ২০১২ সালে তাদের বিয়ে হলেও ২০১৯ সালে সে সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। সেই থেকেই ব্যক্তিগত জীবন, প্রেম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিয়মিতই থাকছেন আলোচনায়।
স্পেনপ্রবাসী এই মডেল ও অভিনেত্রী জানান, শোবিজে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসলেও ব্যক্তিগত জীবনের জটিলতায় সে স্বপ্ন আর এগোয়নি। একমাত্র সন্তানকে নিয়ে আলাদা জীবনযাপন করছেন তিনি। বিচ্ছেদের পর একাধিকবার প্রেমে জড়ানোর কথা গণমাধ্যমে জানিয়েছেন, যদিও কখনো প্রেমিকের নাম প্রকাশ করেননি।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফের প্রেম, বিয়ে এবং পছন্দের পুরুষ সম্পর্কে স্পষ্ট মন্তব্য করেন মারিয়া মিম।
তিনি বলেন, ‘বাংলাদেশে তো এমন কোনো ছেলে নাই যে পছন্দ করার মতো কেউ আছে। কিন্তু যখন দেশের বাইরে যাই তখন সবার দিকে হা হয়ে তাকিয়ে থাকি।’
প্রেমিকের প্রসঙ্গে মিম জানান, তার প্রেমিকের যথেষ্ট টাকা আছে, এবং এই সম্পর্ক থেকে বের হয়ে অন্য কাউকে বিয়ে করার প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।
টাকাওয়ালা মানুষের প্রতি নিজের ঝোঁকের কথা জানিয়ে মারিয়া মিম বলেন, ‘টাকা তো লাগবেই। চলতে গেলে টাকা লাগবেই। ভালোবাসা আসলে কি, আপনি এমন একটা ভালো ছেলেকে বিয়ে করলেন, কিন্তু কিছুদিন পর সে চিট করলো আপনার সঙ্গে। তো এর থেকে বেটার আপনি টাকাওয়ালা কাউকেই বিয়ে করেন। কান্নাকাটি করতে হলে বিএমডব্লিউ, রোলস রয়েসে বসেই কান্নাকাটি করুন।’
ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে মারিয়া মিম জানান, ‘আমার প্রেমিকের যথেষ্ট টাকা আছে। সো, ওকে চেঞ্জ করে আরেকজনকে বিয়ে করতে হবে—এরকম কিছু না। সো আমরা ফিউচারে বিয়েও করতে পারি। মানে বিয়ে করবো।’
বিয়ের জায়গা ও আয়োজন নিয়ে তিনি বলেন, বিয়ে হবে ইতালিতে, এবং তা হবে পুরোপুরি ইতালিয়ান সংস্কৃতিতে। তবে বিয়ের রিসিপশন হবে বাংলাদেশে। বিয়ের সাজে লেহেঙ্গা পরার পরিকল্পনাও জানিয়েছেন এই অভিনেত্রী।