শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৯:৪৯, ১১ জুলাই ২০২৫

বৃষ্টির ফোঁটার মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন ভাবনা

বৃষ্টির ফোঁটার মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন ভাবনা

ছোট পর্দার পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা তার অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নাটকে শুরুটা হয়েছিল ‘নট আউট’-এর মাধ্যমে, এরপর একের পর এক কাজ দিয়ে নিজেকে তুলে ধরেছেন পরিণত শিল্পী হিসেবে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। সম্প্রতি তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। ছবিগুলোতে দেখা যায়, খোলা আকাশের নিচে বৃষ্টিভেজা সুইমিংপুলে জলকেলিতে মেতে আছেন ভাবনা। পরনে সুইম স্যুট, চুল খোলা, মুখে একধরনের শান্ত-অলস চাহনি যা সহজেই নজর কাড়ছে অনুরাগীদের।

ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘ভারী মন, আকাশের ভারী মেঘের মতোই  হালকা হয় কিছুটা জল ঝরালেই।’ এই কথায় মিলে যায় তার প্রকাশিত ছবিগুলোর আবহ।

ছবিগুলো পোস্ট করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা আর অভিব্যক্তিতে জমে উঠেছে আলোচনা। কেউ মন্তব্য করেছেন, ‘বৃষ্টির ফোঁটার মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন ভাবনা।’ কেউ লিখেছেন, ‘নতুন এক আবিষ্কার আপনি, মুগ্ধতা ছড়ান প্রতিবারই।’

২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ভাবনার বড় পর্দায় যাত্রা শুরু হয়। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি তাকে আরও কাছের করে তুলেছে দর্শকদের। শিল্পী হিসেবে তার বহুমাত্রিকতাই বারবার প্রমাণ করে, ভাবনা শুধু নামেই নয়, কাজে-চিন্তায়ও ভাবনার মতো।