শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:২৯, ১১ অক্টোবর ২০২৫

এবার সরব হলেন দীপিকা পাড়ুকোন

এবার সরব হলেন দীপিকা পাড়ুকোন
ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কের শিরোনামে বলিউড দীপিকা পাড়ুকোন। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে ঝামেলার কারণে দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন এই বলিউড অভিনেত্রী। তবে সম্প্রতি সরব হয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে বাদ পড়ার খবর সামনে আসে দীপিকার। এ সিনেমার প্রথম পর্বে তার অভিনয়ের দারুণ প্রশংসা হওয়ায় দ্বিতীয় পর্বেও থাকার কথা ছিল তার। তবে প্রতিদিন ৮ ঘণ্টার বেশি শুটিং না করা এবং দ্বিতীয় পর্বে পারিশ্রমিক ২৫ শতাংশ বেশি দাবি করায় তাকে বাদ দিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ।

তাছাড়া, শুটিংয়ে অভিনেত্রীর পাশাপশি তাঁর সঙ্গে থাকে ২৫ জন সহকারীর সবাইকে পাঁচ তারকা হোটেলে রাখা, খাওয়াদাওয়া থেকে শুরু করে যাতায়াতের যাবতীয় খরচের দাবি করেন তিনি। দীপিকার এসব দাবি পূরণ করতে চাননি কল্কির প্রযোজক।

অতিরিক্ত চাহিদার কারণে এ বছর আরও একটি সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তাঁর। এ সিনেমার ক্ষেত্রেও কিছু শর্ত দিয়েছিলেন দীপিকা। যেমন দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ।

দীপিকার এই আট ঘণ্টা কাজের শর্ত এবং অতিরিক্ত চাহিদা নিয়ে যখন ব্যাপক সমালোচনা চলছে, তখন মুখ খুললেন অভিনেত্রী। ব্রুট ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এ ধরনের শর্ত বা চাহিদা আরও অনেকেই দিচ্ছেন বছরের পর বছর ধরে। আমিই প্রথম নই। বলিউডে আরও অনেক তারকা আছেন, বিশেষ করে পুরুষ তারকা, যাঁরা অনেক বছর ধরে দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করেন না। কিন্তু কখনো তাঁদের শর্তগুলো নিয়ে সমালোচনা হয় না।’

দীপিকার অভিযোগ, বলিউডে শুটিংয়ের পরিবেশ তাঁর মতো প্রথম সারির তারকাদের ক্ষেত্রেও উপযুক্ত নয়। তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমি যা চাইছি, তা অন্যায্য। বলিউডে যাঁরা কাজ করেন, শুধু তাঁরাই বুঝতে পারবেন, কোন পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের কাজ করতে হয়। একজন প্রথম সারির তারকা হয়েও আমি এসব সুবিধা পাচ্ছি না। তাহলে অন্যদের ক্ষেত্রে, বিশেষ করে কলাকুশলীদের ক্ষেত্রে পরিস্থিতি কতটা শোচনীয়, সেটা সহজেই অনুমান করা যায়।’

সর্বশেষ