‘কল্কি’ থেকে নাম প্রত্যাহার করলেন দীপিকা, কিন্তু কেন?
প্রথম পর্যায়ের আলোচনায় ঠিক করা হয়েছিল দীপিকাকে নিয়েই গল্প এগোবে দ্বিতীয় পর্যায়ে। পরবর্তীকালে নির্মাতারা অভিনেত্রীকে জানিয়েছিলেন, চিত্রনাট্য কিছু বদল করা হচ্ছে। চিত্রনাট্যের বদল অনুযায়ী দীপিকার স্ক্রিন টাইম অনেক কমে গিয়েছে। একজন মুখ্য চরিত্রে অভিনয় করার বদলে দীপিকাকে দেখতে পাওয়া যাবে ক্যামিও চরিত্রে।
নির্মাতাদের তরফ থেকে এই কথা শোনার পরেই মূলত সিদ্ধান্ত পাল্টান দীপিকা। ‘কল্কি’ ছবির অসাধারণ সাফল্যের পর এই দ্বিতীয় পর্ব নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন দীপিকা নিজেও। দর্শকরাও মুখিয়ে ছিলেন দীপিকার সেই অভিনয় দেখার জন্য। খুব স্বাভাবিকভাবেই তাঁর স্ক্রিন টাইম কমে যাওয়ায় তিনি ছবি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
পোস্টটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, দীপিকাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি বরং দীপিকা নিজেই এই ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন।তবে দীপিকার পরিবর্তে কাকে দেখা যাবে, সেটা এখনও জানা যায়নি।
গতকাল ১৮ সেপ্টেম্বর ‘কল্কি’ ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, ‘কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েল’ ছবিতে থাকবেন না দীপিকা। একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে একসঙ্গে কাজ করা সম্ভব হয়ে উঠছে না দীপিকার। কল্কির মতো সিনেমায় কাজ করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। ওঁর আগামী দিনের জন্য শুভকামনা জানাই।



























