অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সফল বলিউডের যে নায়িকারা
একসময় বলিউড অভিনেত্রীদের পরিচিতি সীমাবদ্ধ ছিল কেবল রূপালি পর্দায়। কিন্তু সময় বদলেছে। এখন তাঁরা শুধু অভিনয়েই নন, ব্যবসার মঞ্চেও সমান স্বাচ্ছন্দ্যে নিজের দক্ষতা দেখাচ্ছেন। কেউ রেস্তোরাঁ নিয়ে, কেউ আবার শিশুদের পোশাক বা স্কিনকেয়ার ব্র্যান্ডের মাধ্যমে গড়ে তুলেছেন নতুন পরিচিতি।

দীপিকা পাডুকোন ২০২২ সালে চালু করেন তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ড ‘৮২-ই’, যেখানে ভারতীয় উপাদানে তৈরি নানা রকম সেল্ফ-কেয়ার পণ্য পাওয়া যায়।

শিল্পা শেঠি প্রবেশ করেন রেস্তোরাঁ ব্যবসায়, ‘বেসটিয়ান’ দিয়ে। আজ এটি বলিউড তারকাদের অন্যতম প্রিয় ডাইনিং স্পট, আর দেশজুড়ে এর একাধিক শাখা রয়েছে, যেখানে তিনি সহ-মালিক হিসেবে যুক্ত।

আলিয়া ভাট ২০২০ সালে শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘ইড-অ্যা-মামমা’ নিয়ে বাজারে আসেন। পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপকরণে তৈরি পোশাকের মাধ্যমে তিনি শিশুদের ফ্যাশনে নতুন ধারা এনেছেন।

কৃতি শ্যানন ২০২৩ সালে প্রতিষ্ঠা করেন স্কিনকেয়ার ব্র্যান্ড ‘হাইফেন’। সহজ এবং কার্যকরী স্কিনকেয়ার সমাধান দেওয়ার উদ্দেশ্যে শুরু হওয়া এই ব্র্যান্ডে কৃতি শুধু মুখপাত্র নন, গবেষণা, ডিজাইন থেকে শুরু করে টেস্টিং ও গ্রাহক অভিজ্ঞতা—সবকিছুতেই সক্রিয়ভাবে যুক্ত আছেন।

সম্প্রতি ভূমি পেডনেকার যোগ দেন উদ্যোক্তাদের কাতারে। তিনি বাজারে এনেছেন প্রিমিয়াম কোমল পানীয় ব্র্যান্ড ‘ব্যাক বে’। হিমাচলে অবস্থিত উৎপাদন কেন্দ্রে প্রাকৃতিক মিনারেল ও ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানি প্রক্রিয়াজাত করে তৈরি হয় এই পানীয়। তাদের লক্ষ্য মানসম্মত হাইড্রেশনের নতুন ধারা সৃষ্টি করা।

অন্যদিকে ক্যাটরিনা কাইফ ২০১৯ সালে চালু করেন ভারতের প্রথম কোনো সেলিব্রিটি-অউনড মেকআপ ব্র্যান্ড ‘কী-বিউটি’। এখন এটি বিস্তৃত হয়েছে ৩০০-রও বেশি খুচরা দোকান ও ১৬০০-এরও বেশি শহরে।
সূত্র: ডিএনএ



























