বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৬:২৯, ১৯ আগস্ট ২০২৫

রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকার প্রতারণায় পড়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্নায় সেদিন কেঁদেছিল পুরো দেশ। সেই ঘটনায় সাড়া দিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজ খরচে তাকে পাঠান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে।

ওমরাহ শেষ করে দেশে ফেরার পর রইস উদ্দিন আমন্ত্রণ জানান অপুকে। মঙ্গলবার (১৯ আগস্ট) সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অপু বিশ্বাস গিয়েছিলেন তার গ্রামের বাড়িতে। এসময় অপুর ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়, যেখানে দেখা যায় রইস উদ্দিন তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন। আশপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় করেন।

লাইভের ক্যাপশনে অপু লেখেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ ভিডিওতে ভক্তদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া চোখে পড়ে। কেউ লিখেছেন, ‘ভালোবাসার একটা মানুষ।’ আবার কেউ শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ দিদি।’ একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ দূর করে দিন।’

উল্লেখ্য, নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন গত কোরবানি ঈদে নিজের পোষা গরু বিক্রি করতে দিয়াবাড়ি হাটে আসেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজারই ছিল জাল নোট। প্রতারণার শিকার হয়ে হতাশায় কান্নায় ভেঙে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে শুরু হয় সাহায্যের হাত বাড়ানো।

প্রথমে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন রইস উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা দেয় এবং পরবর্তীতে আরও সহায়তা করে। এ উদ্যোগে সাড়া দিয়ে অপুর সঙ্গে যোগাযোগ হয় তাদের। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন।
 

সর্বশেষ