রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৪:৫২, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনায় প্যানিক অ্যাটাকে হাসপাতালে পরীমণি

মাইলস্টোন দুর্ঘটনায় প্যানিক অ্যাটাকে হাসপাতালে পরীমণি
ছবি: ফেসবুক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত গোটা দেশ। স্বাধীনতা-পরবর্তী সময়ে এমন মর্মান্তিক বিমান দুর্ঘটনার নজির নেই বললেই চলে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫০ জনেরও বেশি আহত।

এই ভয়াবহ ঘটনায় অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু ও দগ্ধ দেহের ছবি দেখে অসংখ্য মানুষ ট্রমায় ভুগছেন। তাদের একজন চিত্রনায়িকা পরীমণি। সোমবারের দুর্ঘটনার পর রাতেই প্যানিক অ্যাটাকের শিকার হয়ে তিনি ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে পরীমণি নিজেই তার শারীরিক অবস্থা সম্পর্কে জানান। তিনি লেখেন, ছোটবেলা থেকেই আগুনের প্রতি তার ভয় রয়েছে, যা এ ঘটনার পর আবার প্রবলভাবে ফিরে এসেছে। দুর্ঘটনায় দগ্ধ শিশুদের ছবি ও ভিডিও দেখে তিনি ভীষণ মানসিক চাপ অনুভব করেন, যার ফলেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

পরীমণি লেখেন, ‘আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে, আল্লাহ! আল্লাহ আল্লাহ……!’

চিত্রনায়িকার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। বর্তমানে তিনি দুই সন্তানের মা, যার কারণে তার সুস্থতা নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। পরীমণির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকে।