প্রতারণার অভিযোগে মুখ খুললেন পূজা ব্যানার্জি

সম্প্রতি প্রতারণার অভিযোগ ঘিরে চরম বিতর্কে জড়িয়েছেন তারকা দম্পতি পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মা। এক সময় তারা অভিযোগ তুলেছিলেন, কাছের এক বন্ধুই তাদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন। এরপর পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে, যখন প্রযোজক শ্যাম সুন্দর দে এবং তার স্ত্রী মালবিকা দে পাল্টা অভিযোগ আনেন পূজা-কুনালের বিরুদ্ধেই। এবার সেই বিতর্কে প্রকাশ্যে মুখ খুললেন পূজা ব্যানার্জি।
এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় নিজের ক্ষোভ জানান। পূজার বক্তব্য, ‘আপনারাই আমাদের কাছে ক্ষমা চাওয়ার কথা। কারণ আপনারা আমাদের ফোন নম্বর প্রকাশ করে দিয়েছেন। এরপর থেকে যেসব ফোন পাচ্ছি, সেগুলোর ভাষা এমন যে বলা কঠিন আমাদের মানসিক অবস্থা কী হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না অনেকের।’
তিনি আরও জানান, ‘অনেক অনুরাগী আছেন যারা আমাদের ভালোবাসেন, কিন্তু এমনও অনেকে আছেন, যারা কোনো কিছু না জেনেই আমাদের প্রতি ঘৃণা বর্ষণ করছেন। আমাদের সম্পর্কে ভয়ঙ্কর সব কথা বলা হচ্ছে, এমনকি অপহরণের মতো অভিযোগ তোলা হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন।’
এই প্রসঙ্গে নিজের সন্তানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে পূজা বলেন, ‘অপহরণ? এটা হয়তো কারও কাছে মুখে বলা সহজ, কিন্তু আমাদের জন্য এটা ভয়াবহ মানসিক যন্ত্রণা। আমরা একজন সন্তানকে বড় করছি, তাকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। বড় হয়ে সে যদি শোনে তার মা-বাবা অপহরণে জড়িত এটা কি সহ্য করা যায়? এটা একেবারে অন্যায়।’
উল্লেখ্য, পূজা ব্যানার্জি মুম্বইয়ের বাসিন্দা হলেও বাংলা সিনেমার সঙ্গে তার গভীর সংযোগ রয়েছে। টলিউডের একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মতো জনপ্রিয় একজন অভিনেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে মিডিয়ায়। পরিস্থিতির পূর্ণাঙ্গ সমাধান এখন বিচারিক প্রক্রিয়ার দিকেই নজর রাখছে সংশ্লিষ্ট মহল।