মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগে ফের নোবেল গ্রেফতার

মাত্র কয়েক সপ্তাহ আগে নারী নির্যাতনের মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার মধ্যরাতে ফের পুলিশের হাতে আটক হয়েছেন তিনি। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর মিরপুর থেকে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।
পুলিশ জানায়, মধ্যরাতে নোবেল উবারে যাত্রার সময় চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে মারধর করেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রের বরাতে জানা যায়, নোবেল মদ্যপ অবস্থায় ছিলেন এবং উদ্ভট আচরণ করছিলেন।
ঘটনার শুরু উবারের একটি প্রাইভেট কারে করে নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদের হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছানোর পর। চালক আকবর হোসেন জানান, গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামছিলেন না নোবেল, বরং গালাগালি ও অস্বাভাবিক আচরণ করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে চালকের সঙ্গে তার হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে আশপাশের মানুষ জড়ো হয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়।
পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল, চালক ও গাড়িটিকে থানায় নিয়ে আসে। তবে মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
এর আগে ২৪ জুন নারী নির্যাতনের একটি মামলায় জামিন পান নোবেল। মামলাটি নিষ্পত্তি হয় অভিযোগকারী নারীর সঙ্গে তার বিয়ের মাধ্যমে। পুনরায় এমন ঘটনায় জড়ানোয় নোবেলের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ শেষে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।