শোবিজ তারকাদের ‘নো মেকআপ লুক’ ট্রেন্ড

সামাজিকমাধ্যমে নজর রাখলেই সম্প্রতি চোখে পড়ছে এক ব্যতিক্রমী প্রবণতা। কোনো মেকআপ ছাড়াই হঠাৎ করেই নিজেদের প্রকাশ করছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। এই ‘নো মেকআপ লুক’ উপস্থাপন করতে যেন কোনো রাখঢাক নেই তাদের মধ্যে।
সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের একটি মেকআপবিহীন ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বেশ সাড়া ফেলে। চেহারায় মেকআপের বিন্দুমাত্র ছাপ নেই; স্পষ্ট মুখের দাগ, চোখেমুখে ক্লান্তির ছাপ এবং ত্বকের তৈলাক্ততা সব মিলিয়ে একেবারে প্রকৃত রূপে হাজির হন তিনি। এতদিন যেভাবে বাঁধনকে দেখেছে ভক্তরা, এই ছবিটি যেন তার থেকে সম্পূর্ণ আলাদা। তবে প্রশংসায় এতটুকু ভাটা পড়েনি; বরং ভক্তরা আরও বেশি ভালোবেসেছেন অভিনেত্রীর সাহস ও আত্মবিশ্বাসকে।
নিজের সেই ছবির পোস্টে বাঁধন লেখেন, ‘আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই। আমি স্বভাবতই আবেগপ্রবণ একজন মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি, তবে আমার সবচেয়ে বড় অর্জন নিজের মতো করে বাঁচা এবং সৎভাবে নিজের কথা বলার শক্তি। সেটাই আমার আসল সম্পদ।’
এই ধারায় সম্প্রতি আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী মেকআপ ছাড়া নিজেদের তুলে ধরেছেন। তাদের মধ্যে অন্যতম আশনা হক ভাবনা। বরাবরই সাহসী ভাবমূর্তির জন্য আলোচিত এই অভিনেত্রী আবারও আলোচনায় আসেন ‘নো মেকআপ’ ছবির মাধ্যমে। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’ তার এই স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসী উপস্থাপনাকে ভক্তরা গ্রহণ করেছেন উষ্ণ প্রশংসায়।
এ ধারায় আরও যুক্ত হয়েছেন মেহের আফরোজ শাওন। শুক্রবার সন্ধ্যায় নিজের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মাধ্যমে ‘নো মেকআপ লুক’-এ হাজির হন তিনি। ছবিতে চোখেমুখে ক্লান্তির ছাপ এবং এলোমেলো চুল স্পষ্ট। অনেকেই ভেবেছেন ফিল্টারের কারণে এমন দেখাচ্ছে, তবে ক্যাপশনে শাওন নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, ‘যেরকম সত্যিকারের আমি।’
মন্তব্যের ঘরে এক অনুসারীর প্রশ্নে শাওন জানান, ছবিটি সত্যিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারে তোলা, তবুও তার সৌন্দর্য এবং সাহসের প্রশংসা থেমে থাকেনি।
এই তালিকায় আরও আছেন রুনা খান। কয়েক মাস আগে নিউইয়র্কের ম্যানহাটন থেকে নিজের এক খোলামেলা ও ঘরোয়া ‘নো মেকআপ’ লুক প্রকাশ করেছিলেন তিনি। সেটিও সামাজিকমাধ্যমে প্রশংসিত হয়েছিল সাহসী প্রকাশ হিসেবে।
বর্তমান সময়ে মেকআপ, ফিল্টার ও সাজসজ্জার প্রচলিত সংস্কৃতির বিপরীতে এই ‘নো মেকআপ লুক’ সামাজিকমাধ্যমে একটি নতুন বার্তা দিচ্ছে। ভক্তরা মনে করছেন, এটি শুধু বাহ্যিক সৌন্দর্যের নয়, বরং মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি ভালোবাসার প্রকাশ যা অন্যদের জন্যও হয়ে উঠতে পারে অনুপ্রেরণার উৎস।