শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২৮ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত পরিষদের ১০ দফা ইশতেহার

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত পরিষদের ১০ দফা ইশতেহার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান (ভিপি), শেখ তানভীর বারী হামিম (জিএস) ও তানভীর আল হাদী মায়েদ (এজিএস)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ১০ দফার এই ইশতেহার পাঠ করেন।

ইশতেহারের মূল বিষয়গুলো হলো:

শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, নিরাপদ ও বসবাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলা; নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি; শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা, এবং বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য শিক্ষা ও চলাচল সহজতর করা।

কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গবেষণার মানোন্নয়ন; পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস এবং যাতায়াত সহজ করা; হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করা; তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি; শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ।

এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা এবং কার্যকর ডাকসু গঠন ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করা।

ইশতেহারে বলা হয়েছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা, মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যাবশ্যক। ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে তারা নিরলসভাবে কাজ করবে।

এ নির্বাচনী ইশতেহারের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ