ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ইশতেহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষিত এই ইশতেহারে নেতৃত্ব দিচ্ছেন সহ-ভোটাধিকারপ্রাপ্ত পদে প্রার্থী ভিপি পদে মো. আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ।
ইশতেহারে তারা শিক্ষার মানোন্নয়ন থেকে শুরু করে ক্যাম্পাস নিরাপত্তা, পরিবহন, স্বাস্থ্যসেবা, ডিজিটাল সুবিধা, এবং পরিবেশ-সংরক্ষণসহ মোট ১০টি অঙ্গীকার তুলে ধরেছেন। তারা বলেন, ডাকসু নির্বাচিত হলে আধুনিক, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস গড়ার দিকেই অগ্রাধিকার থাকবে তাদের।
তাদের ইশতেহারে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার মধ্যে রয়েছে—শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, মানসম্মত চিকিৎসা এবং স্বাস্থ্যবিমার ব্যবস্থা, কারিকুলাম ও অবকাঠামোর আধুনিকায়ন, এবং পরিবহন ব্যবস্থায় শাটল সার্ভিস চালুসহ নতুন উদ্যোগ।
তারা প্রশাসনিক হয়রানি দূর করে সেবাকে সহজ করার প্রতিশ্রুতি দেন এবং জানান, শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ডিজিটাল নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ ক্যাম্পাস গঠনের বিষয়গুলোও তাদের ইশতেহারে স্থান পেয়েছে। পাশাপাশি, কার্যকর ডাকসু গঠনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানোর কথাও বলা হয়েছে।
ছাত্রদল-সমর্থিত প্যানেল আশা প্রকাশ করে, এই ১০ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত, আধুনিক ও প্রতিনিধিত্বশীল ডাকসু গঠন সম্ভব হবে।