শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৬, ২২ জুলাই ২০২৫

শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। বিক্ষোভে অংশ নিয়ে তারা  ‘এক দুই তিন চার, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়’ এমন স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। মিছিলটি পরে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হয়।

এদিকে মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন। তাদের মিছিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছে এবং সেখান থেকে শিক্ষা বোর্ড অভিমুখে এগোচ্ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষার স্থগিতাদেশ ঘোষণায় তারা অত্যন্ত ক্ষুব্ধ। তাদের মতে, এমন সময়ে এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন।

তারা সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে পরবর্তী পদক্ষেপ হিসেবে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।