শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। বিক্ষোভে অংশ নিয়ে তারা “এক দুই তিন চার, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়”—এমন স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। মিছিলটি পরে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হয়।