গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশ এবং ৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।’
সন্ধ্যার আগ পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়লেও সহিংসতা পুরোপুরি থামেনি।
গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয়ে নেওয়া হয়েছে এনসিপির শীর্ষ নেতাদের।