রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৫১, ১৪ জুলাই ২০২৫

অপহরণের পর ছেলের নির্যাতন হতে দেখে বাবার মৃত্যু

অপহরণের পর ছেলের নির্যাতন হতে দেখে বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ছেলেকে অপহরণের পর নির্যাতনের শিকার হতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক বৃদ্ধ। নিহত সুরুজ মিয়া (৭০) উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের বাসিন্দা, তিনি তাজু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহতের ছেলে পাবেল (২৫) ওইদিন দুপুরে গৌরীপুর বাজারের ঈদগাঁ মাঠে কবুতর কেনার সময় কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে। অপহরণকারীরা পাবেলকে পশ্চিম বাজারের একটি বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। পরিবারের পক্ষ থেকে প্রথমে টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে অপহরণকারীরা পাবেলকে নির্মমভাবে মারধর করে। পরে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে দাবি করা টাকা পরিশোধ করলে রাত সাড়ে ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

নির্যাতনের চিহ্নে জর্জরিত ছেলেকে দেখে অচেতন হয়ে পড়েন তার বাবা সুরুজ মিয়া। দ্রুত তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবেলের ফুফাতো ভাই কাইয়ুম হাসান জানান, কবুতর কেনার সময় বাজারে দুই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলে, ‘তুই টাকা নিয়েছিস, টাকা দে’, এরপর তারা চড়থাপ্পড় মারতে থাকে। কিছুক্ষণ পর আরও পাঁচ-ছয় জন এসে চোখ বেঁধে একটি বাসায় নিয়ে গিয়ে নির্যাতন করে।

পাবেলের ভাই জানান, বাবার দাফন শেষ হয়েছে। পরিবার এখনো শোকের মধ্যে রয়েছে, কেউ কথা বলার অবস্থায় নেই।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এখন পর্যন্ত কেউ থানায় এ বিষয়ে জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে।