রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৪ জুলাই ২০২৫

ভালুকায় মা-সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

ভালুকায় মা-সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোডের একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূ ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হায়উম মিয়ার বাড়ি থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিলে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম প্রতিদিনের মতো সকালে কাজে গিয়ে পরে বাসায় ফিরে এসে দরজায় তালা দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম, যিনি একই বাড়িতে থাকতেন, ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি হত্যাকাণ্ড। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।